ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলার বদলে থালাবাটি প্রতীক, এনসিপি বলছে হাস্যকর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 61

শাপলার বদলে থালাবাটি প্রতীক, এনসিপি বলছে হাস্যকর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, শাপলা প্রতীকের বিষয়ে কোনো আইনি জটিলতা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে দলটিকে উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ প্রস্তাব করছে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসির কাছ থেকে প্রাপ্ত নিবন্ধন সংক্রান্ত চিঠিতে এ ধরনের প্রতীক বরাদ্দের উল্লেখ আছে, যা রাজনৈতিকভাবে অসম্মানজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছি—শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসির কোনো চাপও থাকার কথা নয়। অথচ তারা এমন প্রতীক প্রস্তাব করছে, যা হাস্যকর ছাড়া আর কিছু নয়। এটি সংবিধান ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

তিনি আরও অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে আলাদা বাধা সৃষ্টি করা হচ্ছে। তার ভাষায়, “স্বাধীন নির্বাচন কমিশনের দাবি আমরা তুলেছিলাম, কিন্তু বর্তমান কমিশন এখন একদলীয় কার্যালয়ের মতো আচরণ করছে।”

এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক না পেলেও সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘জাতীয় লীগ’ নামে একটি নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ এ দলের কোনো মিছিল, সভা বা কার্যক্রম কখনো দেখা যায়নি। এ বিষয়টিও ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ বাড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলার বদলে থালাবাটি প্রতীক, এনসিপি বলছে হাস্যকর

সর্বশেষ আপডেট ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, শাপলা প্রতীকের বিষয়ে কোনো আইনি জটিলতা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে দলটিকে উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ প্রস্তাব করছে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসির কাছ থেকে প্রাপ্ত নিবন্ধন সংক্রান্ত চিঠিতে এ ধরনের প্রতীক বরাদ্দের উল্লেখ আছে, যা রাজনৈতিকভাবে অসম্মানজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছি—শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসির কোনো চাপও থাকার কথা নয়। অথচ তারা এমন প্রতীক প্রস্তাব করছে, যা হাস্যকর ছাড়া আর কিছু নয়। এটি সংবিধান ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

তিনি আরও অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে আলাদা বাধা সৃষ্টি করা হচ্ছে। তার ভাষায়, “স্বাধীন নির্বাচন কমিশনের দাবি আমরা তুলেছিলাম, কিন্তু বর্তমান কমিশন এখন একদলীয় কার্যালয়ের মতো আচরণ করছে।”

এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক না পেলেও সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘জাতীয় লীগ’ নামে একটি নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ এ দলের কোনো মিছিল, সভা বা কার্যক্রম কখনো দেখা যায়নি। এ বিষয়টিও ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ বাড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।