ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গে কাজেই কলকাতার সিনেমা ছাড়লেন তিশা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 150

শাকিবের সঙ্গে কাজেই কলকাতার সিনেমা ছাড়লেন তিশা

কলকাতার আলোচিত সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। তবে হঠাৎ করেই জানা যায়, সেই ছবিতে তার জায়গায় নেওয়া হয়েছে অন্য এক নায়িকাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে নীরবতা ভেঙে নিজেই জানালেন সিদ্ধান্তের পেছনের আসল কারণ।

তিশা গণমাধ্যমে জানান, তিনি নিজেই কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন। কারণ, একই সময়ে তার শিডিউলে পড়েছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিনেমার কাজ—যেটিতে প্রথমবারের মতো তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। দেশীয় চলচ্চিত্রেই অভিষেক ঘটানোর ইচ্ছায় তিনি টালিউডের সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীর ভাষায়, “কিছু সংবাদ দেখে আমি অবাক হয়েছি। কেউ কেউ না জেনে বলছে আমি বাদ পড়েছি। আসলে আমি নিজেই সরে এসেছি। সবসময়ই চেয়েছি, বাংলাদেশের দর্শকের সামনে নিজের যাত্রা শুরু করতে, আর সেটা শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে হলে সেটি আমার জন্য গর্বের।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘ভালোবাসার মরশুম’ কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে, ভিসাজনিত জটিলতার কারণে তানজিন তিশা শুটিংয়ে যোগ দিতে পারেননি, তাই নতুন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নেয়া হয়েছে। তবে তিশা বলছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ নিজের ইচ্ছায়ই নিয়েছেন তিনি।

এদিকে, দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমনির্ভর ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সব ঠিক থাকলে ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাকিবের সঙ্গে কাজেই কলকাতার সিনেমা ছাড়লেন তিশা

সর্বশেষ আপডেট ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

কলকাতার আলোচিত সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। তবে হঠাৎ করেই জানা যায়, সেই ছবিতে তার জায়গায় নেওয়া হয়েছে অন্য এক নায়িকাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে নীরবতা ভেঙে নিজেই জানালেন সিদ্ধান্তের পেছনের আসল কারণ।

তিশা গণমাধ্যমে জানান, তিনি নিজেই কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন। কারণ, একই সময়ে তার শিডিউলে পড়েছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিনেমার কাজ—যেটিতে প্রথমবারের মতো তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। দেশীয় চলচ্চিত্রেই অভিষেক ঘটানোর ইচ্ছায় তিনি টালিউডের সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীর ভাষায়, “কিছু সংবাদ দেখে আমি অবাক হয়েছি। কেউ কেউ না জেনে বলছে আমি বাদ পড়েছি। আসলে আমি নিজেই সরে এসেছি। সবসময়ই চেয়েছি, বাংলাদেশের দর্শকের সামনে নিজের যাত্রা শুরু করতে, আর সেটা শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে হলে সেটি আমার জন্য গর্বের।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘ভালোবাসার মরশুম’ কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে, ভিসাজনিত জটিলতার কারণে তানজিন তিশা শুটিংয়ে যোগ দিতে পারেননি, তাই নতুন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নেয়া হয়েছে। তবে তিশা বলছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ নিজের ইচ্ছায়ই নিয়েছেন তিনি।

এদিকে, দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমনির্ভর ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সব ঠিক থাকলে ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা।