ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শর্ত মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 55

বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

 

এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম বাংলাদেশের ভারতে গিয়ে খেলার বিষয়ে তিনটি সুপারিশ করেছে। তবে এসব শর্ত মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ- এ কথা স্পষ্ট করে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

ড. আসিফ নজরুল বলেন, আইসিসির সিকিউরিটি টিম পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছে যে তিনটি কারণে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সেগুলো হলো- দলে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাফেরা ও গ্যালারিতে উপস্থিত থাকা এবং জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।

 

তিনি জানান, কার্যত এই সুপারিশের অর্থ দাঁড়ায়- মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে এবং সমর্থকদের নিজেদের জাতীয় জার্সি পরতে নিরুৎসাহিত করতে হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। তাঁর ভাষায়, “আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করা বা সমর্থকদের জার্সি পরা থেকে বিরত রাখার মতো শর্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

 

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বিসিবি এ বিষয়ে ইতোমধ্যে আইসিসিকে দুটি চিঠি দিয়েছে এবং তাদের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে। আইসিসির সিকিউরিটি টিমের চিঠিই প্রমাণ করে যে বর্তমানে ভারতে বাংলাদেশের জন্য নিরাপদ পরিবেশ নেই।

 

তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকরা যদি নিজেদের জার্সি পরে মাঠে যান, তাদের ওপর হামলার শঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচনও ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।”

 

ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে আইসিসির প্রতি আহ্বান জানান ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে খেলা সম্ভব নয়। ক্রিকেটে কারও একচেটিয়া কর্তৃত্ব থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়, তবে আমাদের বিকল্প ভেন্যু দিতে হবে।”

 

ভেন্যু পরিবর্তন করে ভারতের অন্য কোনো শহরে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন, “ভারত মানে ভারতই- ভেন্যু কেরালা হোক বা অন্য কোথাও। যেখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে আমরা খেলতে রাজি নই। আইসিসির সিকিউরিটি টিমের চিঠিই প্রমাণ করে যে ভারতের কোনো স্থানই বর্তমানে বাংলাদেশের জন্য নিরাপদ নয়।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শর্ত মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৬:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

 

এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম বাংলাদেশের ভারতে গিয়ে খেলার বিষয়ে তিনটি সুপারিশ করেছে। তবে এসব শর্ত মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ- এ কথা স্পষ্ট করে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

ড. আসিফ নজরুল বলেন, আইসিসির সিকিউরিটি টিম পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছে যে তিনটি কারণে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সেগুলো হলো- দলে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাফেরা ও গ্যালারিতে উপস্থিত থাকা এবং জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।

 

তিনি জানান, কার্যত এই সুপারিশের অর্থ দাঁড়ায়- মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে এবং সমর্থকদের নিজেদের জাতীয় জার্সি পরতে নিরুৎসাহিত করতে হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। তাঁর ভাষায়, “আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করা বা সমর্থকদের জার্সি পরা থেকে বিরত রাখার মতো শর্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

 

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বিসিবি এ বিষয়ে ইতোমধ্যে আইসিসিকে দুটি চিঠি দিয়েছে এবং তাদের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে। আইসিসির সিকিউরিটি টিমের চিঠিই প্রমাণ করে যে বর্তমানে ভারতে বাংলাদেশের জন্য নিরাপদ পরিবেশ নেই।

 

তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকরা যদি নিজেদের জার্সি পরে মাঠে যান, তাদের ওপর হামলার শঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচনও ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।”

 

ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে আইসিসির প্রতি আহ্বান জানান ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে খেলা সম্ভব নয়। ক্রিকেটে কারও একচেটিয়া কর্তৃত্ব থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়, তবে আমাদের বিকল্প ভেন্যু দিতে হবে।”

 

ভেন্যু পরিবর্তন করে ভারতের অন্য কোনো শহরে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন, “ভারত মানে ভারতই- ভেন্যু কেরালা হোক বা অন্য কোথাও। যেখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে আমরা খেলতে রাজি নই। আইসিসির সিকিউরিটি টিমের চিঠিই প্রমাণ করে যে ভারতের কোনো স্থানই বর্তমানে বাংলাদেশের জন্য নিরাপদ নয়।”