ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 77

শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের আমির

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান নতুন করে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তিনি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আমির হিসেবে শপথ নেন। শপথগ্রহণের সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

শফিকুর রহমান বলেন, তিনি নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করছেন না। দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে আরও যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তবুও সম্মানিত সদস্যরা তাকে আমির হিসেবে দায়িত্ব দিয়েছেন, যা তিনি নিজে মেনে নিতে পারছেন না।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে জামায়াত এবং তার নেতাদের ওপর নানা অন্যায়-জুলুম চালানো হয়েছে। জেলখানা ছিল তাদের প্রথম বাসস্থান। তাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না, শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্যই নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।

শপথ গ্রহণ অনুষ্ঠান একই সঙ্গে কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের আমির

সর্বশেষ আপডেট ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান নতুন করে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তিনি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আমির হিসেবে শপথ নেন। শপথগ্রহণের সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

শফিকুর রহমান বলেন, তিনি নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করছেন না। দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে আরও যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তবুও সম্মানিত সদস্যরা তাকে আমির হিসেবে দায়িত্ব দিয়েছেন, যা তিনি নিজে মেনে নিতে পারছেন না।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে জামায়াত এবং তার নেতাদের ওপর নানা অন্যায়-জুলুম চালানো হয়েছে। জেলখানা ছিল তাদের প্রথম বাসস্থান। তাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না, শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্যই নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।

শপথ গ্রহণ অনুষ্ঠান একই সঙ্গে কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।