ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বড় সংগ্রহের পথে বাংলাদেশ

শততম টেস্টে শতকের সামনে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 83

শততম টেস্টে শতকের সামনে মুশফিক

মিরপুর টেস্টে নামার সঙ্গে সঙ্গেই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। নিজের শততম টেস্টে ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দিয়ে তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন মুশফিক। তার দৃঢ় ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত থাকলেও অপর অপরাজিত ব্যাটার লিটন দাস ৪৭ রান যোগ করেছেন।

এর আগে শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ পরিয়ে দেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে বিশেষ ক্রেস্টও উপহার দেন।

মুশফিক ব্যাট করতে নেমে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তিনি ৯৯ রানে অপরাজিত থাকায় শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করার জন্য অপেক্ষা করতে হবে পুরো রাত।

খেলার সময় তার পাশে লিটন দাস ছিলেন, তবে হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। বাংলাদেশের চার ব্যাটারের উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের পেসার অ্যান্ডি ম্যাকব্রাইন।

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

শততম টেস্টে শতকের সামনে মুশফিক

সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মিরপুর টেস্টে নামার সঙ্গে সঙ্গেই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। নিজের শততম টেস্টে ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দিয়ে তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন মুশফিক। তার দৃঢ় ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত থাকলেও অপর অপরাজিত ব্যাটার লিটন দাস ৪৭ রান যোগ করেছেন।

এর আগে শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ পরিয়ে দেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে বিশেষ ক্রেস্টও উপহার দেন।

মুশফিক ব্যাট করতে নেমে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তিনি ৯৯ রানে অপরাজিত থাকায় শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করার জন্য অপেক্ষা করতে হবে পুরো রাত।

খেলার সময় তার পাশে লিটন দাস ছিলেন, তবে হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। বাংলাদেশের চার ব্যাটারের উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের পেসার অ্যান্ডি ম্যাকব্রাইন।

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন।