ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 113

৫ আগস্ট ও পরবর্তী সময়ে লুণ্ঠিত অস্ত্রের কারণে দেশের নিরাপত্তায় হুমকি থাকতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট সফরে এসে এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। আর আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো মব জাস্টিস ভয় পায় না।

তিনি বলেন, পুলিশের থেকে (দেশের মানুষের) আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা হয়। থাকা-খাওয়ার উন্নতি করা দরকার।

পুলিশের এই অসুবিধার দিকটা মিডিয়ায় দেখানো দরকার বলে মন্তব্য করেন তিনি।

ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা আছে ওই অবস্থায় আছে।

৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল।

পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয়। কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।

মব জাস্টিসের বিষয়ে তিনি বলেন, এটা অনেক কমে এসেছে। সিলেটের ঘটনায় অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে কাউকে বাছাই করা হয়নি। সবার প্রতি একটাই অনুরোধ করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে

সর্বশেষ আপডেট ০৩:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

৫ আগস্ট ও পরবর্তী সময়ে লুণ্ঠিত অস্ত্রের কারণে দেশের নিরাপত্তায় হুমকি থাকতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট সফরে এসে এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। আর আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো মব জাস্টিস ভয় পায় না।

তিনি বলেন, পুলিশের থেকে (দেশের মানুষের) আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা হয়। থাকা-খাওয়ার উন্নতি করা দরকার।

পুলিশের এই অসুবিধার দিকটা মিডিয়ায় দেখানো দরকার বলে মন্তব্য করেন তিনি।

ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা আছে ওই অবস্থায় আছে।

৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল।

পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয়। কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।

মব জাস্টিসের বিষয়ে তিনি বলেন, এটা অনেক কমে এসেছে। সিলেটের ঘটনায় অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে কাউকে বাছাই করা হয়নি। সবার প্রতি একটাই অনুরোধ করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।