ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে বিএনপির শ্রদ্ধা

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 49

লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে বিএনপির শ্রদ্ধা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোকবইয়ে স্বাক্ষর করেন।

 

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

 

পর্তুগাল বিএনপির নেতারা শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও তিনি কখনো আপস করেননি, বরং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

 

শোকবইয়ে স্বাক্ষর শেষে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শোকবইয়ে আগত নেতৃবৃন্দকে সহযোগিতা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে বিএনপির শ্রদ্ধা

সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোকবইয়ে স্বাক্ষর করেন।

 

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

 

পর্তুগাল বিএনপির নেতারা শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও তিনি কখনো আপস করেননি, বরং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

 

শোকবইয়ে স্বাক্ষর শেষে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শোকবইয়ে আগত নেতৃবৃন্দকে সহযোগিতা করেন।