শিরোনাম
লিবিয়া থেকে ফিরছে আরো তিন শতাধিক বাংলাদেশি
কূটনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 112
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আসছে ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরানো হবে।
বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়া সরকারের সহযোগিতায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য ২৩ অক্টোবর একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এতে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান থাকবে এবং ভবিষ্যতে ধাপে ধাপে আরও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হবে।
































