ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 101

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড বিমানে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরিয়ে আনা ব্যক্তিদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। অনেকেই সেখানে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া), পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইওএম প্রতিনিধিরা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে নিজ নিজ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে তাদের উৎসাহিত করা হয়। আইওএম প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসহায়তা এবং প্রাথমিক চিকিৎসাসামগ্রী প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড বিমানে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরিয়ে আনা ব্যক্তিদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। অনেকেই সেখানে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া), পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইওএম প্রতিনিধিরা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে নিজ নিজ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে তাদের উৎসাহিত করা হয়। আইওএম প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসহায়তা এবং প্রাথমিক চিকিৎসাসামগ্রী প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।