লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৭৬ অভিবাসনপ্রত্যাশী
- সর্বশেষ আপডেট ০২:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 109
অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক হওয়া ১৭৬ বাংলাদেশি নাগরিক অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে দূতাবাস।
দূতাবাস জানায়, ফেরত পাঠানো ১৭৬ জনের সবাইকে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার আইওএমের সহায়তায় দেশে পাঠানো হয়। ফেরত পাঠানোর আগে তাদের সাক্ষাৎ গ্রহণ, পরিচয় যাচাই এবং ট্রাভেল পারমিট ইস্যু করে দূতাবাস। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে এই প্রত্যাবাসন সম্ভব হয়।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নিজে উপস্থিত থেকে দূতাবাসের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ডিপোর্টees দের বিদায় জানান।
রাষ্ট্রদূত বলেন, “অবৈধ অভিবাসনের ফলে শুধু ব্যক্তি নয়, তার পরিবার ও সমাজকেও দুর্ভোগ পোহাতে হয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
তিনি প্রত্যাবাসিতদের উদ্দেশে বলেন, তারা যেন নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করেন এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে সহায়তা করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, “প্রত্যেক নাগরিক দেশের অমূল্য সম্পদ। বৈধ ও নিরাপদ পথে বিদেশে গিয়ে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করলে কেবল পরিবারের নয়, দেশেরও উন্নয়ন হয়।”
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, ভবিষ্যতেও লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে আইওএমসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত থাকবে।
































