মরদেহ সাগরে ফেলা দেয়া হয়েছে
লিবিয়ায় বাংলাদেশি তিন যুবককে গুলি করে হত্যা
- সর্বশেষ আপডেট ০৫:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 109
লিবিয়ায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় গুলি চালিয়ে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন মাদারীপুরের ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। মৃত্যুর পর তাদের মরদেহ সাগরে ফেলা হয়েছে। ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা দালালদের কঠোর শাস্তি দাবি করছেন।
নিহতদের পরিবার জানিয়েছে, ইমরান খান ৮ অক্টোবর বাড়ি ছেড়ে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের শিপন খানের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি করেন। পরে লিবিয়ায় আটক রেখে পরিবারের কাছ থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। ১ নভেম্বর ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রার সময় ইমরান গুলিতে নিহত হন।
একইভাবে মুন্না তালুকদার ও বায়েজিত শেখও একই দিনে নিহত হন। নিহতদের পরিবার তাদের মৃত্যু মেনে নিতে পারছেন না। শিপন নামের দালালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি যুবকদের সহজে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ঠকান। পরিবারের দাবি, শিপন এবং তার সহযোগীদের কঠোর বিচার করা হোক।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, দালালদের কোনো ছাড় দেওয়া হবে না।


































