ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লিটন দাসের ব্যাটে নতুন অধ্যায়

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

লিটন দাসের ব্যাটে নতুন অধ্যায়

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন লিটন দাস। ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি এখন দেশের ইতিহাসে সর্বাধিক অর্ধশতকের মালিক।

টি–টোয়েন্টি আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ফিফটির সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর আগে এ তালিকার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার নামের পাশে আছে ১৩টি ফিফটি। তবে লিটন মাত্র ১১০ ম্যাচে এই অর্জন গড়েছেন, যেখানে সাকিবকে লড়তে হয়েছিল ১২৯ ম্যাচ।

বাংলাদেশের হয়ে দুই অঙ্কের সংখ্যায় ফিফটি হাঁকানোর কৃতিত্ব এখন পর্যন্ত শুধু লিটন ও সাকিবের। ওপেনার হিসেবে লিটনের এই ধারাবাহিক সাফল্য তাকে শুধু রেকর্ড বইয়ের শীর্ষে নিয়ে যায়নি, বরং জাতীয় দলের ব্যাটিং লাইনআপে এক নির্ভরযোগ্য ভরসায় পরিণত করেছে।

এছাড়া আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে লিটনের অবস্থানে। সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তিনি নিজের ব্যাটিংকে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিটন দাসের ব্যাটে নতুন অধ্যায়

সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন লিটন দাস। ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি এখন দেশের ইতিহাসে সর্বাধিক অর্ধশতকের মালিক।

টি–টোয়েন্টি আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ফিফটির সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর আগে এ তালিকার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার নামের পাশে আছে ১৩টি ফিফটি। তবে লিটন মাত্র ১১০ ম্যাচে এই অর্জন গড়েছেন, যেখানে সাকিবকে লড়তে হয়েছিল ১২৯ ম্যাচ।

বাংলাদেশের হয়ে দুই অঙ্কের সংখ্যায় ফিফটি হাঁকানোর কৃতিত্ব এখন পর্যন্ত শুধু লিটন ও সাকিবের। ওপেনার হিসেবে লিটনের এই ধারাবাহিক সাফল্য তাকে শুধু রেকর্ড বইয়ের শীর্ষে নিয়ে যায়নি, বরং জাতীয় দলের ব্যাটিং লাইনআপে এক নির্ভরযোগ্য ভরসায় পরিণত করেছে।

এছাড়া আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে লিটনের অবস্থানে। সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তিনি নিজের ব্যাটিংকে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।