লিচু কিনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত মা-মেয়ে ও বিক্রেতা
- সর্বশেষ আপডেট ১২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 189
পাবনার ঈশ্বরদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে ও এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫), তাদের মেয়ে পূর্ণতা রহমান (৮) এবং ঈশ্বরদীর মিরকামারী এলাকার লিচু বিক্রেতা আনিসুর রহমান (৫৫), যিনি স্থানীয় মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে পরিবারের সঙ্গে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথিমধ্যে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড়ে লিচু কিনতে গাড়ি থামান তিনি। লিচু কেনার সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান রাস্তার পাশে থাকা তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও লিচু বিক্রেতা নিহত হন।
ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত তিনজনের মরদেহও একই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুতগতির যান চলাচল ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই এ এলাকায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।


































