ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালনের গানে নাচ; এটা মেলেনা: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 116

ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, কিছু মানুষ লালনের গানের সঙ্গে নাচ করেন, কিন্তু এটি লালনের ভাবের সঙ্গে যায় না এবং তা ক্ষতিকর।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে বুধবার বিকেলে ফরিদা পারভীন স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান ও সঙ্গীত আয়োজন করেছিল লালন একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, ফরিদা পারভীন আমাদের প্রথমে দেখিয়েছেন যে লালনের গান শুধুই সংগীত নয়, এটি ভাবসংগীত। এটি বিশেষ দার্শনিক অবস্থানের সঙ্গে মুখোমুখি হওয়ার একটি পদ্ধতি।

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে লালনের গান মূলত পল্লিগীতি হিসেবে গাওয়া হতো, লালনের নাম উল্লেখ করা হতো না। স্বাধীনতার পরে এটি লালনের সংগীত হিসেবে জাতীয় পর্যায়ে এসেছে। ফরিদা পারভীন তার গায়কির মাধ্যমে লালনের গানকে পল্লিগীতি থেকে ভাবগানের স্তরে নিয়ে গেছেন।

লালনের গানকে কেবল শিল্পী হিসেবে দেখানো হলে তা অপমান, মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, এটি বাংলার ভাবচর্চা ও দর্শনচর্চার দীর্ঘ ধারার অংশ। তবে শিক্ষিত মহল এবং যারা লালনের গান চর্চা করেন, তাদের মধ্যেও এ বিষয়ে যথাযথ জ্ঞান কম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লালনের গানে নাচ; এটা মেলেনা: ফরহাদ মজহার

সর্বশেষ আপডেট ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, কিছু মানুষ লালনের গানের সঙ্গে নাচ করেন, কিন্তু এটি লালনের ভাবের সঙ্গে যায় না এবং তা ক্ষতিকর।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে বুধবার বিকেলে ফরিদা পারভীন স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান ও সঙ্গীত আয়োজন করেছিল লালন একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, ফরিদা পারভীন আমাদের প্রথমে দেখিয়েছেন যে লালনের গান শুধুই সংগীত নয়, এটি ভাবসংগীত। এটি বিশেষ দার্শনিক অবস্থানের সঙ্গে মুখোমুখি হওয়ার একটি পদ্ধতি।

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে লালনের গান মূলত পল্লিগীতি হিসেবে গাওয়া হতো, লালনের নাম উল্লেখ করা হতো না। স্বাধীনতার পরে এটি লালনের সংগীত হিসেবে জাতীয় পর্যায়ে এসেছে। ফরিদা পারভীন তার গায়কির মাধ্যমে লালনের গানকে পল্লিগীতি থেকে ভাবগানের স্তরে নিয়ে গেছেন।

লালনের গানকে কেবল শিল্পী হিসেবে দেখানো হলে তা অপমান, মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, এটি বাংলার ভাবচর্চা ও দর্শনচর্চার দীর্ঘ ধারার অংশ। তবে শিক্ষিত মহল এবং যারা লালনের গান চর্চা করেন, তাদের মধ্যেও এ বিষয়ে যথাযথ জ্ঞান কম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।