ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন বধে টাইগারদের প্রয়োজন ২৮৬ রান

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 128

টাইগার বাহিনী

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে লঙ্কানরা।

শুরুর দিকে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। চতুর্থ ওভারে সাকিবের বলে মাদুশকা স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মাত্র ১ রানে। এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা জুটি গড়ার চেষ্টা করলেও ৩৫ রানে নিশাঙ্কাকে ফিরিয়ে দেন তানভীর ইসলাম।

পরের ওভারেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউ করে ফেরান। তবে এরপর মূল দায়িত্ব নেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। এই জুটি ১২৪ রান যোগ করে শ্রীলঙ্কাকে চাপে ফেরায়।

আসালঙ্কা ৫৮ রানে তাসকিনের বলে আউট হন। অন্যদিকে কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেটি শেষ হয় শামীম হোসেনের হাতে ফিরতি ক্যাচে। শেষদিকে হাসারাঙ্গা ও চামিরার ব্যাটে লঙ্কানরা ২৮৫ পর্যন্ত যেতে সক্ষম হয়।

বাংলাদেশের পক্ষে তাসকিন, তানভীর, মিরাজ ও শামীম প্রত্যেকে একটি করে উইকেট নেন। এখন সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৮৬ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে তিন উইকেটে ৮০ রান।  ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরো ২০৫ রান। হাতে রয়েছে ৩৩ ওভার এবং সাত উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লায়ন বধে টাইগারদের প্রয়োজন ২৮৬ রান

সর্বশেষ আপডেট ০৭:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে লঙ্কানরা।

শুরুর দিকে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। চতুর্থ ওভারে সাকিবের বলে মাদুশকা স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মাত্র ১ রানে। এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা জুটি গড়ার চেষ্টা করলেও ৩৫ রানে নিশাঙ্কাকে ফিরিয়ে দেন তানভীর ইসলাম।

পরের ওভারেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউ করে ফেরান। তবে এরপর মূল দায়িত্ব নেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। এই জুটি ১২৪ রান যোগ করে শ্রীলঙ্কাকে চাপে ফেরায়।

আসালঙ্কা ৫৮ রানে তাসকিনের বলে আউট হন। অন্যদিকে কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেটি শেষ হয় শামীম হোসেনের হাতে ফিরতি ক্যাচে। শেষদিকে হাসারাঙ্গা ও চামিরার ব্যাটে লঙ্কানরা ২৮৫ পর্যন্ত যেতে সক্ষম হয়।

বাংলাদেশের পক্ষে তাসকিন, তানভীর, মিরাজ ও শামীম প্রত্যেকে একটি করে উইকেট নেন। এখন সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৮৬ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে তিন উইকেটে ৮০ রান।  ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরো ২০৫ রান। হাতে রয়েছে ৩৩ ওভার এবং সাত উইকেট।