ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লামার মাতামুহুরী নদীতে গোসলে নামা পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, লামা (বান্দারবান)
  • সর্বশেষ আপডেট ০৭:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 104

পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নদীর মিঞ্জিরি পয়েন্টে ঘটে। নিখোঁজ মোঃ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে মোঃ সোহান ও মোঃ শাকিল নামের দুই পর্যটক লামার হোয়াইট পিক স্টেশন রিসোর্টে পৌঁছান। আগে বুকিং ছাড়া রিসোর্টে আসলেও পরে আনুষ্ঠানিকভাবে বুকিং করা হয়। এরপর তারা ঝর্ণা ঘুরতে যান এবং দুপুরে নদীতে গোসল করতে নামেন।

রিসোর্টের পরিচালক মোঃ আজিম জানিয়েছেন, নদীর স্রোতের টানে সোহান ডুবে যান। শাকিল জানান, দুজন একসাথে গোসল করতে নামলে স্রোতের কারণে সোহান পানিতে হারিয়ে যান। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।

লামা স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রামের ডুবুরি দলকে বিষয়টি জানানো হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজ পর্যটক সোহানকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লামার মাতামুহুরী নদীতে গোসলে নামা পর্যটক নিখোঁজ

সর্বশেষ আপডেট ০৭:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নদীর মিঞ্জিরি পয়েন্টে ঘটে। নিখোঁজ মোঃ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে মোঃ সোহান ও মোঃ শাকিল নামের দুই পর্যটক লামার হোয়াইট পিক স্টেশন রিসোর্টে পৌঁছান। আগে বুকিং ছাড়া রিসোর্টে আসলেও পরে আনুষ্ঠানিকভাবে বুকিং করা হয়। এরপর তারা ঝর্ণা ঘুরতে যান এবং দুপুরে নদীতে গোসল করতে নামেন।

রিসোর্টের পরিচালক মোঃ আজিম জানিয়েছেন, নদীর স্রোতের টানে সোহান ডুবে যান। শাকিল জানান, দুজন একসাথে গোসল করতে নামলে স্রোতের কারণে সোহান পানিতে হারিয়ে যান। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।

লামা স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রামের ডুবুরি দলকে বিষয়টি জানানো হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজ পর্যটক সোহানকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।