লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকা সেবা বন্ধ
- সর্বশেষ আপডেট ১২:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 111
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) কেন্দ্রীয় সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চলছে আন্দোলন। ন্যায্য ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতি পালন করছেন। এর ফলে সাধারণ জনগণের জন্য অতি প্রয়োজনীয় টিকা প্রদান সেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যা ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে।
বিএইচএএ লামা উপজেলা শাখার সভাপতি ও বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া বিভাগীয় কমিটির সদস্য রুবেল দাশ, লামা উপজেলা শাখার অর্থ সম্পাদক রাহনুমা বেগম, এবং সহকারী অর্থ সম্পাদক আসাদুল ইসলাম তন্ময় সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরাও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা রোগী ও অভিভাবকরা সমস্যায় পড়েছেন। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা ন্যায্য দাবি স্বাস্থ্য সহকারীরা তাদের ৬ দফা ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
তাদের দাবিগুলো হলো- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান করা। ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা। পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান। প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু করা। বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা। ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি দেওয়া।
আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে।



































