ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লাগাতর অবস্থান কর্মসূচির ডাক দিল প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 110

লাগাতর অবস্থান কর্মসূচির ডাক দিল প্রাথমিক শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ বেতনের তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার শহীদ মিনারে চারটি শিক্ষক সংগঠন একত্রিত হয়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর মাধ্যমে এই কর্মসূচি শুরু করবে। নবীন শিক্ষকরাও এতে অংশগ্রহণের কথা জানিয়েছে।

সহকারী শিক্ষকদের প্রধান তিনটি দাবি হলো:

দশম গ্রেডে বেতন নির্ধারণ,

১০ ও ১৬ বছরের চাকরিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান,

শতভাগ বিভাগীয় পদোন্নতি।

দাবি বাস্তবায়ন পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও বেশ কয়েকটি শিক্ষক সংগঠন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)-এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানিয়েছেন, শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। তিনি বলেন, “আমাদের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করতে চাইছেন, কিন্তু আমরা আগের মতই চাই না। আমাদের দাবি দীর্ঘদিন ধরে কার্যকর হয়নি। এবার রাস্তায় আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করব।”

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে প্রধান শিক্ষকদের জন্য পদোন্নতি ও বেতন উন্নীত করার ঘোষণা দিয়েছে, কিন্তু সহকারী শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন।

খায়রুন নাহার লিপি আরও বলেন, অন্যান্য পেশার স্নাতক বা সমমান ডিগ্রিধারী কর্মকর্তারা ১০ম গ্রেড পান, নার্সরা উচ্চতর গ্রেডসহ বেতন পান, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশের সাব-ইন্সপেক্টরও ১০ম গ্রেডে বেতন পান। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘ সময় ধরে তাদের ন্যায্য গ্রেড পাননি। এজন্য দশম গ্রেডে বেতন দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করা হয়েছে।

নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বলেন, প্রাথমিক শিক্ষকেরা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরির মূল স্তরে কাজ করছেন। এই স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাদের প্রাপ্য মর্যাদা ও বেতন কাঠামো থাকা জরুরি। সময়ের সাথে তাল মিলিয়ে দশম গ্রেডে বেতন দেওয়ার দাবি যৌক্তিক।

এদিকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ তাদের ব্যানারে একাদশ গ্রেডে বেতন, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের জটিলতা সমাধানের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। দাবি মানা না হলে ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনও চালানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাগাতর অবস্থান কর্মসূচির ডাক দিল প্রাথমিক শিক্ষকরা

সর্বশেষ আপডেট ০৩:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ বেতনের তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার শহীদ মিনারে চারটি শিক্ষক সংগঠন একত্রিত হয়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর মাধ্যমে এই কর্মসূচি শুরু করবে। নবীন শিক্ষকরাও এতে অংশগ্রহণের কথা জানিয়েছে।

সহকারী শিক্ষকদের প্রধান তিনটি দাবি হলো:

দশম গ্রেডে বেতন নির্ধারণ,

১০ ও ১৬ বছরের চাকরিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান,

শতভাগ বিভাগীয় পদোন্নতি।

দাবি বাস্তবায়ন পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও বেশ কয়েকটি শিক্ষক সংগঠন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)-এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানিয়েছেন, শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। তিনি বলেন, “আমাদের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করতে চাইছেন, কিন্তু আমরা আগের মতই চাই না। আমাদের দাবি দীর্ঘদিন ধরে কার্যকর হয়নি। এবার রাস্তায় আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করব।”

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে প্রধান শিক্ষকদের জন্য পদোন্নতি ও বেতন উন্নীত করার ঘোষণা দিয়েছে, কিন্তু সহকারী শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন।

খায়রুন নাহার লিপি আরও বলেন, অন্যান্য পেশার স্নাতক বা সমমান ডিগ্রিধারী কর্মকর্তারা ১০ম গ্রেড পান, নার্সরা উচ্চতর গ্রেডসহ বেতন পান, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশের সাব-ইন্সপেক্টরও ১০ম গ্রেডে বেতন পান। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘ সময় ধরে তাদের ন্যায্য গ্রেড পাননি। এজন্য দশম গ্রেডে বেতন দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করা হয়েছে।

নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বলেন, প্রাথমিক শিক্ষকেরা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরির মূল স্তরে কাজ করছেন। এই স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাদের প্রাপ্য মর্যাদা ও বেতন কাঠামো থাকা জরুরি। সময়ের সাথে তাল মিলিয়ে দশম গ্রেডে বেতন দেওয়ার দাবি যৌক্তিক।

এদিকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ তাদের ব্যানারে একাদশ গ্রেডে বেতন, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের জটিলতা সমাধানের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। দাবি মানা না হলে ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনও চালানো হবে।