ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লাইফ সাপোর্ট ছাড়াই চলছে তোফায়েল আহমেদের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 142

তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে লাইফ সাপোর্ট ছাড়াই চলছে তার চিকিৎসা

বুধবার বিষয়গুলো নিশ্চিত করেছেন স্কয়ার হসপিটালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।

সাংবাদিকদের ইউসুফ সিদ্দিক জানান, অসুস্থতার কারণে ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ২৮ সেপ্টেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আজ (বুধবার) সকালে চিকিৎসকদের জানানো হয়েছে যে, শ্বাসকষ্টে কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন যে, তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাইফ সাপোর্ট ছাড়াই চলছে তোফায়েল আহমেদের চিকিৎসা

সর্বশেষ আপডেট ০৬:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে লাইফ সাপোর্ট ছাড়াই চলছে তার চিকিৎসা

বুধবার বিষয়গুলো নিশ্চিত করেছেন স্কয়ার হসপিটালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।

সাংবাদিকদের ইউসুফ সিদ্দিক জানান, অসুস্থতার কারণে ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ২৮ সেপ্টেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আজ (বুধবার) সকালে চিকিৎসকদের জানানো হয়েছে যে, শ্বাসকষ্টে কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন যে, তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।