লন্ডন বৈঠকের জেরে সংলাপে অনুপস্থিত জামায়াত
- সর্বশেষ আপডেট ১২:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 148
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর যৌথ বিবৃতিতে সম্ভাব্য নির্বাচনকাল ঘোষণা করা হলে, সংলাপ থেকে সরে দাঁড়ায় দলটি।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এবং এনসিপির পক্ষ থেকেও তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।
সংলাপে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ‘আজ আমরা সংলাপে যাচ্ছি না।’
কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য গঠনে এবার গুরুত্ব দেয়া হবে। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের দ্বিকক্ষ কাঠামো, নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে দ্বিমতের বিষয়গুলো স্থান পেয়েছে।
১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বিষয়ে আলোচনা চলবে। আলোচনা সরাসরি সম্প্রচার করছে বিটিভি-নিউজ।
এর আগে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সূচনা হয় গত ২ জুন, উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরদিন ৩ জুন বিষয়ভিত্তিক আলোচনা শুরু হলেও তিনটি বিষয়ে মতবিরোধের কারণে অধিবেশন মুলতবি করা হয়। আজ সেই মুলতবি বৈঠকই পুনরায় শুরু হচ্ছে।
উল্লেখ্য, গণআন্দোলনের পর ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেয়। এরপর ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।
































