ঠাকুরগাঁওয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম
লন্ডন-দিল্লি নয়, দেশে থেকেই রাজনীতি করতে হবে
- সর্বশেষ আপডেট ০৭:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 69
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে দেশের মাটিতে দাঁড়িয়েই করতে হবে। “লন্ডন, দিল্লি বা পিন্ডি থেকে রাজনীতি পরিচালনার সময় শেষ। যারা রাজনীতি করতে চান, তাদের দেশেই সক্রিয় হতে হবে।” — এমন মন্তব্য করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের আয়োজিত তারুণ্যের উৎসব ও সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন দেশের রাজনৈতিক পরিবর্তনে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে ইনসাফের নীতি অনুসরণ করতে হবে এবং দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এগোতে হবে।”
তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন কাঠামো শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিসহ রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের পুনর্গঠনে সক্ষম নেতৃত্ব বেছে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। তার দাবি অনুযায়ী, ইনসাফপন্থী নেতৃত্ব আন্দোলনের আগে ও পরে একই নৈতিক অবস্থানে থেকেছে।
এ অঞ্চলে ভারতের নীতি ও আচরণের সমালোচনা করে তিনি বলেন, “গত ৫৪ বছরে সীমান্ত অঞ্চলে ভারত যেভাবে আমাদের ওপর চাপ প্রয়োগ করেছে, তার বিরুদ্ধে সোচ্চার ছিল ইনসাফের প্রতিনিধিরা। তাই তাদের আরও শক্তিশালী করতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না; সারা দেশে সৎ ও সন্ত্রাসমুক্ত নেতৃত্ব গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি আলমগীর হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।



































