শিরোনাম
লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 53
লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ৪টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফিরবেন তিনি।
শনিবার সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সঙ্গেই দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।
তারেক রহমানের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় সরকারের ভূমিকা নিয়ে চিন্তিত বিশ্লেষকরা এর আগে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি।
































