লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে অবস্থান কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 98
লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে কর্মকর্তা-কর্মচারীর একাংশ অবস্থান কর্মসূচি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জিএম ও প্রশাসনের বাধার মুখে তারা কেপিআই এরিয়ার বাইরে সরে দাঁড়ান।
রবিবার (৩১ আগস্ট) সকালে পল্লী বিদ্যুৎ সমিতিতে এমন দৃশ্য দেখা যায়।
জানানো হয়, বহুদিন যাবৎ সাত দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির একাংশ। তারা দাবি করেন, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ১৪ কোটি গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করে এবং এ সেবা সরবরাহের প্রায় ৮০ শতাংশই পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে পরিচালিত হয়। তবুও আরইবির কর্মকর্তারা সমিতির কর্মকর্তাদের ওপর কর্তৃত্ব করছেন, যা সমিতির কার্যক্রমকে বিঘ্নিত করছে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল্লাহ আল মামুন তালুকদার বলেন, “আমরা দাবি জানানোর পর পল্লী বিদ্যুৎ বোর্ড কমিটি গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট তারা জমা দেয়নি। আমাদের এখন একটাই দাবি—এই রিপোর্ট জমা দিতে হবে, ভালো হোক বা খারাপ হোক।”
এবিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শফিউল আলম বলেন, “পল্লী বিদ্যুৎ বোর্ড একটি কমিটি গঠন করেছেন। তাদেরকে রিপোর্ট দেওয়ার সুযোগ দিতে হবে। এটি একটি ‘Key Point Installation’ (কেপিআই) এরিয়া, বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কে কখন কী ঘটাবে তা বলা যায় না। এদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে গেছে এবং সরকার কাজ করছে। তারা সরকারের উপর চাপ সৃষ্টি করতে এগুলো করছেন। আমি কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য মনে করছিনা।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন তালুকদার, মাসুদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, লাইন টেকনিশিয়ান শরিফুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।


































