লক্ষ্মীপুর জেলা হাসপাতালের বেহালদশা কাটাতে দোয়া মাহফিল
- সর্বশেষ আপডেট ০২:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 121
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবার সংকট নিরসনের দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ কর্মসূচি পালন করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।
রোববার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী, রোগী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, হাসপাতালের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। সার্জারি, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু, ত্বকসহ পাঁচটি বিভাগে কোনো চিকিৎসক নেই। এতে রোগীরা চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সেগুলো মেরামত বা প্রতিস্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া হাসপাতালের পরিবেশও অস্বাস্থ্যকর ও নোংরা।
একজন অংশগ্রহণকারী বলেন, “হাসপাতালের অবস্থা দেখে মনে হয় না এটা চিকিৎসার জায়গা, বরং গবাদিপশু রাখার ঘর।”
এছাড়া দালাল চক্রের প্রভাবও আগের মতোই বহাল আছে বলে অভিযোগ তোলেন অনেকে। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে নির্মাণাধীন নতুন ভবনটি রাতের বেলায় মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
কর্মসূচির শেষে হাসপাতালের সার্বিক উন্নতি ও সেবার মানোন্নয়নের আশায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মধ্যে জিলাপি বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, “লক্ষ্মীপুরের মানুষ এই হাসপাতালের ওপরই নির্ভরশীল। বছরের পর বছর অব্যবস্থাপনা চলতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে। আমরা দ্রুত পদক্ষেপ চাই।”
তারা আরও জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।































