ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে র‌্যাবের মামলায় খালাস পেলেন বিএনপি-জামায়াত নেতারা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৬:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 329

র‌্যাবের মামলায় খালাস পেলেন লক্ষ্মীপুরের বিএনপি-জামায়াত নেতারা

২০১৩ সালে দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলায় লক্ষ্মীপুর জেলা জামায়াত ও বিএনপির নেতারা আদালত থেকে খালাস পেয়েছেন। মামলাগুলো দায়ের করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৬ জুন) লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মরহুম মাওলানা মফিজুল ইসলাম, যিনি মৃত্যুর আগ পর্যন্ত বিচার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন।

জানা যায়, ২০১৩ সালে লক্ষ্মীপুর শহরের জনপ্রিয় চিকিৎসক ডা. ফয়েজ আহমদকে তাঁর বাসার ছাদ থেকে ফেলে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু গুলিবিদ্ধ হন। ওই সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিবেশের প্রেক্ষাপটে র‌্যাব হত্যা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে মামলাগুলো তিনটি পৃথক চার্জশিটে বিভক্ত হয়। আজ ঘোষিত দুটি মামলার রায়ে সকল আসামিকে অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।

খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা শাখার সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবী।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এই রায় প্রমাণ করেছে যে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দ ১২ বছর ধরে হয়রানির শিকার হয়েছেন।”

জেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায়বিচারের বিজয় হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে কোনো নাগরিক যেন রাজনৈতিক মতবিরোধের কারণে মিথ্যা মামলার শিকার না হন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে র‌্যাবের মামলায় খালাস পেলেন বিএনপি-জামায়াত নেতারা

সর্বশেষ আপডেট ০৬:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

২০১৩ সালে দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলায় লক্ষ্মীপুর জেলা জামায়াত ও বিএনপির নেতারা আদালত থেকে খালাস পেয়েছেন। মামলাগুলো দায়ের করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৬ জুন) লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মরহুম মাওলানা মফিজুল ইসলাম, যিনি মৃত্যুর আগ পর্যন্ত বিচার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন।

জানা যায়, ২০১৩ সালে লক্ষ্মীপুর শহরের জনপ্রিয় চিকিৎসক ডা. ফয়েজ আহমদকে তাঁর বাসার ছাদ থেকে ফেলে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু গুলিবিদ্ধ হন। ওই সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিবেশের প্রেক্ষাপটে র‌্যাব হত্যা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে মামলাগুলো তিনটি পৃথক চার্জশিটে বিভক্ত হয়। আজ ঘোষিত দুটি মামলার রায়ে সকল আসামিকে অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।

খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা শাখার সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবী।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এই রায় প্রমাণ করেছে যে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দ ১২ বছর ধরে হয়রানির শিকার হয়েছেন।”

জেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায়বিচারের বিজয় হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে কোনো নাগরিক যেন রাজনৈতিক মতবিরোধের কারণে মিথ্যা মামলার শিকার না হন।”