ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বৈছাআ নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 146

লক্ষ্মীপুরে বৈছাআ নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুরে ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ঠিকাদার ও ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি আব্দুর রহমান জনি স্থানীয় এক সংবাদপত্র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

জনি অভিযোগে জানান, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি সলিং রাস্তার কাজ করার সময় গত ৩ অক্টোবর রাফি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করেন। পরে ফোনে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলেন। জনির দাবি, “টাকা না দিলে সরকারি কোনো দফতরে প্রবেশ করতে দেবে না” বলে হুমকিও দেন রাফি।

তিনি আরও জানান, রোববার (১২ অক্টোবর) রাতে তার বাড়িতে আগুন লাগানো হয়, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহেদুর রহমান রাফি বলেন, “জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণা করে এবং শাকচরে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করছিল। স্থানীয়রা প্রতিবাদ করায় আমি কেবল সতর্ক করেছি।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে বৈছাআ নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ঠিকাদার ও ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি আব্দুর রহমান জনি স্থানীয় এক সংবাদপত্র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

জনি অভিযোগে জানান, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি সলিং রাস্তার কাজ করার সময় গত ৩ অক্টোবর রাফি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করেন। পরে ফোনে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলেন। জনির দাবি, “টাকা না দিলে সরকারি কোনো দফতরে প্রবেশ করতে দেবে না” বলে হুমকিও দেন রাফি।

তিনি আরও জানান, রোববার (১২ অক্টোবর) রাতে তার বাড়িতে আগুন লাগানো হয়, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহেদুর রহমান রাফি বলেন, “জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণা করে এবং শাকচরে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করছিল। স্থানীয়রা প্রতিবাদ করায় আমি কেবল সতর্ক করেছি।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”