ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের বিরুদ্ধে বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 175

লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের বিরুদ্ধে বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন জানান, ফিরোজ বিদেশ থেকে মোবাইলফোনে কল করে তাদের হত্যার হুমকি দিয়েছেন এবং রাজনৈতিক মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন।

মানিক মিয়া বলেন, “আমি এখনো সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করিনি। আমার ভাই সাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল, যা পরে মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) একটি পুরনো ঘর সরাতে গেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বাধা দেন। একপর্যায়ে পুলিশ ডেকে এনে আমাদের হয়রানি করা হয়। পরে ফিরোজ ফোনে আমাকে ও আমার ছোট ছেলেকে হত্যার হুমকি দেয়।”

তারেক হোসেন বলেন, “বুধবার রাতে ফিরোজের লোকজন আমার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার আত্মীয়দেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, “হুমকির ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের বিরুদ্ধে বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন জানান, ফিরোজ বিদেশ থেকে মোবাইলফোনে কল করে তাদের হত্যার হুমকি দিয়েছেন এবং রাজনৈতিক মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন।

মানিক মিয়া বলেন, “আমি এখনো সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করিনি। আমার ভাই সাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল, যা পরে মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) একটি পুরনো ঘর সরাতে গেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বাধা দেন। একপর্যায়ে পুলিশ ডেকে এনে আমাদের হয়রানি করা হয়। পরে ফিরোজ ফোনে আমাকে ও আমার ছোট ছেলেকে হত্যার হুমকি দেয়।”

তারেক হোসেন বলেন, “বুধবার রাতে ফিরোজের লোকজন আমার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার আত্মীয়দেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, “হুমকির ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”