লক্ষ্মীপুরে ন্যাশনাল স্কুলে বিজ্ঞান উৎসব
- সর্বশেষ আপডেট ০৮:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 180
লক্ষ্মীপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ দিনব্যাপী বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়।
ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে ওঠে। বর্তমান সময়ে যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতিই বিশ্ব কে নেতৃত্ব দিচ্ছে। যে জাতি বিজ্ঞান বিমুখ তারা পৃথিবীতে পিছিয়ে পড়েছে। তারা উন্নতির শিখরে আরোহন করতে পারে না।
ইউরোপ-আমেরিকা থেকে প্রতিবছর নোবেল পুরষ্কার পায় কারণ তারা বিজ্ঞান বিষয়ে এগিয়ে আছে, যোগ করেন তিনি।
দিনব্যাপী এই মেলায় অর্ধশতাধিক স্টল ও ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


































