লক্ষ্মীপুরে তিন কি.মি. বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৯:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 371
লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে আশ্রয়ণকেন্দ্র পর্যন্ত মেঘনার পাড় ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও তিন কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিআইডব্লিউটিএর চলমান ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম, সজিব, আরিফসহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা।
বক্তারা জানান, সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ হচ্ছে মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে আশ্রয়ণকেন্দ্র পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি। সড়কটি মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় বিআইডব্লিউটিএর চলমান ড্রেজিংয়ের ফলে বিভিন্ন স্থানে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থীসহ স্থানীয় ১৪ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়।


































