আসামি গ্রেপ্তারের দাবি
লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ১০:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 488
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে জামায়াত নেতা কাউছার আহমেদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জুন) বিকেলে বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে নিহত হন জামায়াত নেতা কাউছার আহমেদ। তিনি ওই এলাকার মৃত মমিন উল্যার ছেলে এবং স্থানীয় জামায়াতের একটি ইউনিটের সভাপতি ছিলেন।
জামায়াত নেতারা দাবি করেছেন, বিএনপি-সমর্থিত প্রতিপক্ষের হামলায় কাউছার আহমেদ নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এখনো প্রশাসন হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলেও থানা তা গ্রহণ করছে না।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নূর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন, সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী এবং নিহত কাউছার আহমেদের ছেলে সামির।
বক্তারা বলেন, “কাউছার আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি মামলা নিতেও টালবাহানা করছে প্রশাসন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও মামলা রুজুর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।”


































