শিরোনাম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
- সর্বশেষ আপডেট ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 113
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বিল্লাল হোসেন (৫৫) গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।
লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



































