র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশ নারী ফুটবল দলের
- সর্বশেষ আপডেট ০৩:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 192
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে দারুণ এক সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ এগিয়ে আফিয়াদা, তহুরা খাতুনরা উঠে এসেছেন ১০৪ নম্বরে। আজ প্রকাশিত সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশই।
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার কৃতিত্বেই র্যাঙ্কিংয়ে এই অবিশ্বাস্য উন্নতি। বাছাই পর্বে বাংলাদেশ পরপর হারিয়েছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে। এই তিন দলের মধ্যে শুধু তুর্কমেনিস্তান বাংলাদেশের নিচে ছিল। বাহরাইন ও মিয়ানমার ছিল র্যাঙ্কিংয়ে এগিয়ে। কিন্তু মাঠে বাংলাদেশ নারী দল দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স।
তিন ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তারা ৯ বার, নিজেদের গোলপোস্ট রেখেছেন প্রায় অক্ষত। বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে কোনো গোল না খেয়ে ৭টি গোল দেয় বাংলাদেশ। আর মিয়ানমারকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

এই ধারাবাহিক পারফরম্যান্সেরই পুরস্কার মিলেছে ফিফার র্যাঙ্কিংয়ে। ১২৮ নম্বর স্থান থেকে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ১০৯৯.৩৬, যা এখন বেড়ে হয়েছে ১১৭৯.৮৭। মোট পয়েন্ট বেড়েছে ৮০.৫১; যা র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার প্রধান কারণ।
বাংলাদেশের পর সবচেয়ে বেশি উন্নতি করেছে ভানুয়াতু; তারা ১৯ ধাপ এগিয়ে এখন ১০০তম।
এদিকে, মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেও এসেছে পরিবর্তন। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে স্পেন। তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ এগিয়ে আছে চার নম্বরে। আর জার্মানি দুই ধাপ পিছিয়ে এখন পাঁচে।



































