রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে
- সর্বশেষ আপডেট ০১:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 164
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়।
বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড়াল দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ যাত্রী, যার মধ্যে ১৫ জন বিজনেস এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। তাদেরসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে এসেছে এবং এর কিছুদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছিল।
































