রোনালদোর পাশে এখন নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড
- সর্বশেষ আপডেট ০২:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 106
দাবদাহা কাটানো ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড থামার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেছেন হলান্ড। এই গোলের মাধ্যমে তিনি এক সময়কার ফুটবল কিং ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের সমান কীর্তি গড়েছেন।
টানা ১২ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন হলান্ড। ২০১৮ সালে একই ধরনের পারফরম্যান্স করেছিলেন বর্তমান আল নাসর ফরোয়ার্ড রোনালদো। তবে একটি ক্ষেত্রে হলান্ড কিছুটা এগিয়ে আছেন—এই ১২ ম্যাচে তার গোলসংখ্যা ২৪টি।
পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। যদি সেখানেও গোল করেন হলান্ড, তবে তিনি টানা ম্যাচে গোলের রেকর্ডে এককভাবে রোনালদোকে ছাড়িয়ে যাবেন।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সিটির ইংলিশ ডিফেন্ডার টিএনটি স্পোর্টসকে বলেন, “হোলান্ড অবিশ্বাস্য! তাকে থামানো যায় না। সে কঠোর পরিশ্রম করে এবং গোলের জন্য লড়াই করতে কখনো বিরতি নেয় না।”
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের গোল সংখ্যা দাঁড়িয়েছে চারটি। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে এবারের মৌসুমে তিনি ১৫টি গোল করেছেন। এর আগে নাপোলির বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ২৫ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।































