রেকর্ড পতনের একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ
- সর্বশেষ আপডেট ১০:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 88
দেশের স্বর্ণবাজারে রেকর্ড পতনের মাত্র একদিন পরই দামে বড় উত্থান দেখা গেছে। এক লাফে প্রতি ভরিতে বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২ হাজার ৭০৯ টাকায়। নতুন এই দাম বৃহস্পতিবার (আগামীকাল) থেকে কার্যকর হবে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।






































