রুমিন ফারহানার কপাল পুড়লো যে কারণে
- সর্বশেষ আপডেট ০১:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 106
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা করেনি বিএনপি। এই আসনের প্রত্যাশায় ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। অবশেষে তার আসনে নিজেদের প্রার্থী না দিয়ে আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, এই আসনে তারা প্রার্থী দেবেন না। আসন সমঝোতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছিলেন রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তাই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’































