রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা
- সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 80
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসনে এখনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনও রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রার্থী তালিকা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হিরো আলম বিএনপির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লিখেন, “বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী ও প্রতিবাদী কণ্ঠ ব্যারিস্টার রুমিন ফারহানা আপা। যখন আমার ওপর একের পর এক হামলা হয়েছে, তখন তিনিই গণমাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন। এমন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেত্রীকে মনোনয়ন না দেওয়া বিএনপির বড় ধরনের অবিচার।”
তিনি আরও লেখেন, “আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি, আগামী দিনের দেশগড়ার নায়ক তারেক রহমান ভাই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে রুমিন ফারহানার মতো সাহসী কণ্ঠের প্রয়োজন।”
































