ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 80

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসনে এখনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনও রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রার্থী তালিকা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হিরো আলম বিএনপির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লিখেন, “বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী ও প্রতিবাদী কণ্ঠ ব্যারিস্টার রুমিন ফারহানা আপা। যখন আমার ওপর একের পর এক হামলা হয়েছে, তখন তিনিই গণমাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন। এমন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেত্রীকে মনোনয়ন না দেওয়া বিএনপির বড় ধরনের অবিচার।”

তিনি আরও লেখেন, “আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি, আগামী দিনের দেশগড়ার নায়ক তারেক রহমান ভাই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে রুমিন ফারহানার মতো সাহসী কণ্ঠের প্রয়োজন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসনে এখনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনও রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রার্থী তালিকা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হিরো আলম বিএনপির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লিখেন, “বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী ও প্রতিবাদী কণ্ঠ ব্যারিস্টার রুমিন ফারহানা আপা। যখন আমার ওপর একের পর এক হামলা হয়েছে, তখন তিনিই গণমাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন। এমন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ নেত্রীকে মনোনয়ন না দেওয়া বিএনপির বড় ধরনের অবিচার।”

তিনি আরও লেখেন, “আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি, আগামী দিনের দেশগড়ার নায়ক তারেক রহমান ভাই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে রুমিন ফারহানার মতো সাহসী কণ্ঠের প্রয়োজন।”