ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াদের বাসায় নগদ টাকা উদ্ধার, তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 113

চাঁদার টাকায় নাহিদের শিষ্য রিয়াদের পাকা ভবন নির্মাণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরেকটি ভাড়া বাসার খোঁজ পেয়েছে পুলিশ। সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। চাঁদাবাজির আরও জায়গা ও সহযোগীদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শাম্মী আহমেদের বাসা থেকে যে ১০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল, তার একটি অংশ আজ ভোরে রাজধানীর বাড্ডায় রিয়াদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

গত ২৬ জুন রিয়াদ ও তাঁর কয়েকজন সহযোগী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে ৫ কোটি টাকার চেক এবং একটি জমির দলিল আদায় করেন। উল্লেখ্য, আব্দুল কালাম আজাদ নবম জাতীয় সংসদের রংপুর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া চারটি চেকের মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা এবং এগুলো সাবেক এমপির কাছ থেকে নেওয়া। আরও প্রায় আড়াই কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চেকগুলো ‘নিট জোন প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হয়েছিল। চেকে নির্দিষ্ট কোনো নাম লেখা ছিল না, শুধু স্বাক্ষর ও টাকার অঙ্ক ছিল।

রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার
রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

রিয়াদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে। কলাবাগান থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

এর আগে, ২৬ জুলাই গুলশানে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজন বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন। অন্য তিনজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম এবং সাদাব।

জানা গেছে, কয়েক মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে রিয়াদকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানের ঘটনাটি পুলিশ আগেই জানলে হয়তো এ ধরনের অপরাধ প্রতিহত করা যেত। চাঁদা নেওয়ার পেছনে ভুক্তভোগীদের কোনো দুর্বলতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, চাঁদাবাজির মতো অপরাধে কে কোন দলের, সেটি মুখ্য নয়। তদন্তে যার নাম আসবে, তাকেই আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াদের বাসায় নগদ টাকা উদ্ধার, তদন্তে নতুন মোড়

সর্বশেষ আপডেট ০৪:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরেকটি ভাড়া বাসার খোঁজ পেয়েছে পুলিশ। সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। চাঁদাবাজির আরও জায়গা ও সহযোগীদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শাম্মী আহমেদের বাসা থেকে যে ১০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল, তার একটি অংশ আজ ভোরে রাজধানীর বাড্ডায় রিয়াদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

গত ২৬ জুন রিয়াদ ও তাঁর কয়েকজন সহযোগী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে ৫ কোটি টাকার চেক এবং একটি জমির দলিল আদায় করেন। উল্লেখ্য, আব্দুল কালাম আজাদ নবম জাতীয় সংসদের রংপুর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া চারটি চেকের মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা এবং এগুলো সাবেক এমপির কাছ থেকে নেওয়া। আরও প্রায় আড়াই কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চেকগুলো ‘নিট জোন প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হয়েছিল। চেকে নির্দিষ্ট কোনো নাম লেখা ছিল না, শুধু স্বাক্ষর ও টাকার অঙ্ক ছিল।

রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার
রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

রিয়াদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে। কলাবাগান থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

এর আগে, ২৬ জুলাই গুলশানে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজন বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন। অন্য তিনজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম এবং সাদাব।

জানা গেছে, কয়েক মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে রিয়াদকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানের ঘটনাটি পুলিশ আগেই জানলে হয়তো এ ধরনের অপরাধ প্রতিহত করা যেত। চাঁদা নেওয়ার পেছনে ভুক্তভোগীদের কোনো দুর্বলতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, চাঁদাবাজির মতো অপরাধে কে কোন দলের, সেটি মুখ্য নয়। তদন্তে যার নাম আসবে, তাকেই আইনের আওতায় আনা হবে।