ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 224

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আখতার-এর আদালতে তাঁকে উপস্থাপন করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, দুদিনের রিমান্ড শেষে সকাল ৯টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, হরিরামপুর থানায় দায়ের করা ভাঙচুর মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেক তথ্য মমতাজ বেগমের কাছ থেকে পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত করা হচ্ছে।

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিচ্ছি।”

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর, চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

সর্বশেষ আপডেট ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আখতার-এর আদালতে তাঁকে উপস্থাপন করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, দুদিনের রিমান্ড শেষে সকাল ৯টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, হরিরামপুর থানায় দায়ের করা ভাঙচুর মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেক তথ্য মমতাজ বেগমের কাছ থেকে পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত করা হচ্ছে।

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিচ্ছি।”

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর, চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।