রিজভী-নবী পাননি ধানের শীষ, ফেসবুকে তোলপাড়
- সর্বশেষ আপডেট ০৫:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 89
২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা আগেভাগে প্রকাশ করা হলেও কিছু নেতার মনোনয়ন না পাওয়ায় দলের ভিতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবার মনোনয়ন প্রক্রিয়ায় নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় ঘটলেও, দলের কয়েকজন হেভিওয়েট নেতা তালিকায় থাকেননি।
মনোনয়ন না পাওয়া সবচেয়ে আলোচিত দুই নেতা হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের যুগ্ম মহাসচিব, সর্বাধিক মামলা প্রাপ্ত হাবিব উন নবী খান সোহেল। রিজভী ও সোহেলের নামের অভাবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও সমালোচনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, দলের জন্য কত ত্যাগ করতে হবে কোনো নেতা ধানের শীষ পাওয়ার যোগ্য হতে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি কেবল প্রাথমিক তালিকা, প্রয়োজনে পরিবর্তন বা সংযোজন করা যেতে পারে।
রুহুল কবির রিজভী
রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররাজনীতি শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে রাকসু নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। ছাত্ররাজনীতির পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে মুখপাত্র হিসেবে পরিচিত হন। আওয়ামী লীগ শাসনামলে ১৮০টিরও বেশি মামলা ও বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।
হাবিব উন নবী খান সোহেল
সোহেলও দলের ত্যাগী ও মাঠের নেতা হিসেবে পরিচিত। বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের সর্বাধিক মামলা প্রাপ্ত নেতাদের মধ্যে একজন, বর্তমানে ৪৫১টি মামলার আসামি। বিএনপির তৃণমূলের কাছে তার নেতিবাচক অবস্থান ও ত্যাগ দলের মূল্যায়ন না পাওয়ায় সমালোচনার বিষয় হয়েছে।
প্রাথমিক তালিকায় আরও অনেক হেভিওয়েট কেন্দ্রীয় নেতাই বাদ পড়েছেন। তারা হলেন—ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জমান রিপন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, যারা প্রাথমিক তালিকায় মনোনয়ন পাননি, তাদের দল যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।
































