ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 66

রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যের গুরুত্ব বোঝে না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করলেই ঐকমত্য অর্জন করা যায় না।

রবিবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত “আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ঐকমত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি বিষয়ে দাবি-দাওয়া তোলা হচ্ছে। আগামী সংসদে কোন সিদ্ধান্ত হবে, তা সংসদের প্রতিনিধিরাই নির্ধারণ করবেন।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চাচ্ছে। শেখ হাসিনা বিদায়ের পরও কিছু অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র চায় না।”

আমীর খসরু যোগ করেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্বিমত থাকা সত্ত্বেও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথ গ্রহণ করেছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতার প্রতিফলন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না: আমীর খসরু

সর্বশেষ আপডেট ০৫:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যের গুরুত্ব বোঝে না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করলেই ঐকমত্য অর্জন করা যায় না।

রবিবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত “আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ঐকমত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি বিষয়ে দাবি-দাওয়া তোলা হচ্ছে। আগামী সংসদে কোন সিদ্ধান্ত হবে, তা সংসদের প্রতিনিধিরাই নির্ধারণ করবেন।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চাচ্ছে। শেখ হাসিনা বিদায়ের পরও কিছু অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র চায় না।”

আমীর খসরু যোগ করেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্বিমত থাকা সত্ত্বেও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথ গ্রহণ করেছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতার প্রতিফলন।”