ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমানের আহ্বান

রাষ্ট্র সবার, মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 83

তারেক রহমানের আহ্বান

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ না হয়; এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বুধবার (৬ আগস্ট) তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মাঝে নানা ইস্যুতে মতভিন্নতা থাকবে; এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সে মতপার্থক্য কাটিয়ে উঠে জাতীয় স্বার্থে আমাদের একসঙ্গে পথ চলতে হবে। কারণ আমাদের ধর্ম, মত বা আদর্শ যাই হোক না কেন; রাষ্ট্র সবার।”

তারেক রহমান আরও বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সচেতন হতে হবে। “এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি আবার সেই দুঃসময় দেখতে চাই, যখন ভোটাধিকার ছিল না, সন্তানদের নিরাপত্তা ছিল না, আর গোটা দেশ ছিল এক ভয়াবহ নিপীড়নের বন্দিশালা?” জানান তিনি।

তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলন আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে যদি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ পাবে না, দেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না।”

সমাবেশ শেষে আয়োজিত বিজয় র‍্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই র‍্যালি শুধু একটা কর্মসূচি নয়, বরং এক অন্ধকার সময়কে পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে চলার প্রতীক।”

তিনি সকল নাগরিক, দলমত নির্বিশেষে, দেশ ও জনগণের কল্যাণে সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে একত্রে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের আহ্বান

রাষ্ট্র সবার, মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন

সর্বশেষ আপডেট ০৭:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ না হয়; এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বুধবার (৬ আগস্ট) তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মাঝে নানা ইস্যুতে মতভিন্নতা থাকবে; এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সে মতপার্থক্য কাটিয়ে উঠে জাতীয় স্বার্থে আমাদের একসঙ্গে পথ চলতে হবে। কারণ আমাদের ধর্ম, মত বা আদর্শ যাই হোক না কেন; রাষ্ট্র সবার।”

তারেক রহমান আরও বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সচেতন হতে হবে। “এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি আবার সেই দুঃসময় দেখতে চাই, যখন ভোটাধিকার ছিল না, সন্তানদের নিরাপত্তা ছিল না, আর গোটা দেশ ছিল এক ভয়াবহ নিপীড়নের বন্দিশালা?” জানান তিনি।

তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলন আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে যদি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ পাবে না, দেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না।”

সমাবেশ শেষে আয়োজিত বিজয় র‍্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই র‍্যালি শুধু একটা কর্মসূচি নয়, বরং এক অন্ধকার সময়কে পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে চলার প্রতীক।”

তিনি সকল নাগরিক, দলমত নির্বিশেষে, দেশ ও জনগণের কল্যাণে সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে একত্রে কাজ করার উদাত্ত আহ্বান জানান।