ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন, সবচেয়ে বেশি আছে বিএনপির: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসন কার্যকরভাবে পরিচালনার জন্য অভিজ্ঞতা অপরিহার্য। তিনি বলেন, এই অভিজ্ঞতা সর্বাধিক বিএনপির মধ্যে রয়েছে।

ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে দলের কার্যালয়ে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কিছু রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এই প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

তিনি আশা প্রকাশ করেন, আইনজীবীরা এবারও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিশু ও নারীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা পুনর্গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে।

নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া দলের মধ্যে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপির। তাই দেশের সঠিক নেতৃত্বের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি অভিজ্ঞ দলের হাতে দেয়া প্রয়োজন, যা বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যান্য উর্ধ্বতন আইনজীবী ও দলের নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন, সবচেয়ে বেশি আছে বিএনপির: নজরুল ইসলাম

সর্বশেষ আপডেট ১০:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসন কার্যকরভাবে পরিচালনার জন্য অভিজ্ঞতা অপরিহার্য। তিনি বলেন, এই অভিজ্ঞতা সর্বাধিক বিএনপির মধ্যে রয়েছে।

ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে দলের কার্যালয়ে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কিছু রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এই প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

তিনি আশা প্রকাশ করেন, আইনজীবীরা এবারও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিশু ও নারীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা পুনর্গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে।

নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া দলের মধ্যে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপির। তাই দেশের সঠিক নেতৃত্বের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি অভিজ্ঞ দলের হাতে দেয়া প্রয়োজন, যা বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যান্য উর্ধ্বতন আইনজীবী ও দলের নেতারা।