ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর পাশেই খালেদা জিয়ার দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 83

খালেদা জিয়ার দাফন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন কার্যক্রম শুরু হয়। দাফনের সময় সবার আগে কবরে নামেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে শায়িত করেন। সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি কবর থেকে উঠে আসেন।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে।

দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। তার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বামীর পাশেই খালেদা জিয়ার দাফন সম্পন্ন

সর্বশেষ আপডেট ০৫:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন কার্যক্রম শুরু হয়। দাফনের সময় সবার আগে কবরে নামেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে শায়িত করেন। সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি কবর থেকে উঠে আসেন।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে।

দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। তার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।