বাণিজ্য উপদেষ্টার ক্ষোভ
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড লজ্জাজনক
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 88
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম হতাশাজনক ও লজ্জাজনক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড যন্ত্রাংশ তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। একইভাবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, যাদের গাড়ি তৈরির সক্ষমতা থাকা উচিত, তারা এখন কেবল গাড়ির ফিল্টার উৎপাদনে সীমাবদ্ধ।
শনিবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে অনুষ্ঠিত ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বাধীনতার আগে পণ্য উৎপাদনে বৈচিত্র্য ছিল, কিন্তু এখন সেই অবস্থাও নেই। শিল্প খাতকে উপেক্ষা করে দেশ পিছিয়ে পড়ছে। “আমরা বছরে লাখো মোটরসাইকেল তৈরি করলেও একটি ইঞ্জিনও বানাতে পারিনি। বিশ্ব যখন ড্রোন ও রোবট দিয়ে কৃষি করছে, তখন আমরা এখনো পাওয়ার টিলার আর কম্বাইন হারভেস্টারে আটকে আছি।”
তিনি আরও বলেন, দেশের শিল্পকে এগিয়ে নিতে পরিষ্কার মডেল, সুনির্দিষ্ট টার্গেট এবং মানসম্মত উৎপাদন অপরিহার্য। সাময়িকভাবে কিছু ছাড় দিয়ে হলেও নিজেদের শিল্প সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু বর্তমান প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্যোগের আগ্রহ কম, বরং ভোগবিলাসের প্রতি বেশি ঝোঁক।
একই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, “গত ৩০ বছর আমরা রেমিট্যান্স ও পোশাকের ওপর নির্ভর করেছি। কিন্তু এগুলো আর অর্থনীতির প্রধান চালক হবে না। এখন কৃষি, এসএমই ও প্রযুক্তিনির্ভর ব্যবসাকে অগ্রাধিকার দিতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, দেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি জাতীয় অর্থনৈতিক দিকনির্দেশনা ও ঐকমত্য। “এলডিসি হবো কি না সেটাই বড় বিষয় নয়, আমাদের একটি ন্যাশনাল মুড দরকার। সামান্য অগ্রগতিতে সন্তুষ্ট হলে চলবে না, এখন আমাদের দ্রুত এগোতে হবে।”































