ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সাবের চৌধুরীর বাসায়

রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 104

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের কথিত বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন এবং এতে কোনো অসঙ্গতি নেই।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “তারা একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি অপরাধী হতেন, তাহলে তাকে কাস্টডিতে নেওয়া হতো, যা হয়নি। রাষ্ট্রদূতরা আসলে যে কারো বাসায় যেতে পারেন।”

উপদেষ্টা আরও জানান, এই বিষয়ে তিন দেশের রাষ্ট্রদূতদের জন্য বিশেষ কিছু বলার নেই।

এর আগে সোমবার (৬ অক্টোবর) নর্ডিক তিন দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন। এ তিন রাষ্ট্র হল নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবের চৌধুরীর বাসায়

রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ০৬:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের কথিত বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন এবং এতে কোনো অসঙ্গতি নেই।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “তারা একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি অপরাধী হতেন, তাহলে তাকে কাস্টডিতে নেওয়া হতো, যা হয়নি। রাষ্ট্রদূতরা আসলে যে কারো বাসায় যেতে পারেন।”

উপদেষ্টা আরও জানান, এই বিষয়ে তিন দেশের রাষ্ট্রদূতদের জন্য বিশেষ কিছু বলার নেই।

এর আগে সোমবার (৬ অক্টোবর) নর্ডিক তিন দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন। এ তিন রাষ্ট্র হল নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার।