ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় ৫ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবদেক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 191

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পাল। ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক নির্দেশনায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা রেলগেইট ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পাল।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ৫ জন ব্যক্তিকে মোট নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০৪ টি মামলা দুই হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলা পাঁচশত টাকা, মোট মামলা পাচঁটি মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন বলেন, ‘বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজট জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। পথচারী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’

এ সময় রায়পুরা থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ৫ জনকে অর্থদণ্ড

সর্বশেষ আপডেট ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক নির্দেশনায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা রেলগেইট ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পাল।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ৫ জন ব্যক্তিকে মোট নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০৪ টি মামলা দুই হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলা পাঁচশত টাকা, মোট মামলা পাচঁটি মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন বলেন, ‘বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজট জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। পথচারী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’

এ সময় রায়পুরা থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।