ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় বাজেট আত্মসাৎ: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 336

রায়পুরায় বাজেট আত্মসাৎ: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী রাধানগর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি দীর্ঘ এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বাজেটের প্রায় অর্ধেকাংশ অর্থ আত্মসাৎ করছেন। প্রতিবছর নির্ধারিত বাজেটের অর্থ সংস্কারের কাজ তার ইচ্ছামতো করে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছরের নির্ধারিত বাজেটে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেকাংশ আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি দাবি করে, ভ্যাটসহ ২ লাখ টাকার বাজেটের অর্ধেকাংশ আত্মসাৎ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিক ২০১৩ সালে যোগদান করার পর থেকে প্রতিবছর সরকারি বরাদ্দকৃত বাজেট আসলেই তার ইচ্ছামতো কাজ করে অর্থ আত্মসাৎ করে আসছেন।

পরিচালনা কমিটি গত ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত বাজেট অনুযায়ী সংস্কারের কাজ না হওয়ায় অর্থ আত্মসাৎ প্রমাণিত হয়।বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কার্তিক চন্দ্র দাস ও জালাল মিয়া জানান, প্রধান শিক্ষক তাদের কাছে হিসাব চাইতে গেলে তিনি অদৃশ্য হয়ে যান। প্রতিবছরই তিনি বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেটের অর্ধেকাংশ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিক জানান, তিনি হিসাব মেলানোর জন্য পরিচালনা কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। রায়পুরা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীরের বক্তব্য, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে কোনো ভূয়া লেনদেন হয় না।রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, যদি কোনো প্রধান শিক্ষক অর্থ আত্মসাৎ করেন, তবে পূর্ণ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় বাজেট আত্মসাৎ: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সর্বশেষ আপডেট ০৬:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী রাধানগর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি দীর্ঘ এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বাজেটের প্রায় অর্ধেকাংশ অর্থ আত্মসাৎ করছেন। প্রতিবছর নির্ধারিত বাজেটের অর্থ সংস্কারের কাজ তার ইচ্ছামতো করে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছরের নির্ধারিত বাজেটে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেকাংশ আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি দাবি করে, ভ্যাটসহ ২ লাখ টাকার বাজেটের অর্ধেকাংশ আত্মসাৎ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিক ২০১৩ সালে যোগদান করার পর থেকে প্রতিবছর সরকারি বরাদ্দকৃত বাজেট আসলেই তার ইচ্ছামতো কাজ করে অর্থ আত্মসাৎ করে আসছেন।

পরিচালনা কমিটি গত ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত বাজেট অনুযায়ী সংস্কারের কাজ না হওয়ায় অর্থ আত্মসাৎ প্রমাণিত হয়।বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কার্তিক চন্দ্র দাস ও জালাল মিয়া জানান, প্রধান শিক্ষক তাদের কাছে হিসাব চাইতে গেলে তিনি অদৃশ্য হয়ে যান। প্রতিবছরই তিনি বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেটের অর্ধেকাংশ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে প্রধান শিক্ষক ধৈমন্তী প্রামানিক জানান, তিনি হিসাব মেলানোর জন্য পরিচালনা কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। রায়পুরা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীরের বক্তব্য, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে কোনো ভূয়া লেনদেন হয় না।রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, যদি কোনো প্রধান শিক্ষক অর্থ আত্মসাৎ করেন, তবে পূর্ণ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।