রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 88
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্বর্ণকার ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা প্রাণতোষ কর্মকারকে নির্মমভাবে হত্যা করার ঘটনাকে ঘৃণ্য ও মানবতাবিরোধী উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা দ্রুততম সময়ে সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তাদের মতে, এ ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে—সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, যুবদলের সদস্য সচিব নূর আহমেদ মানিক চৌধুরী, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পনির হোসেন, ছাত্রদল নেতা সৈকত আহমেদ, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু বর্মন, হিন্দু মহাজোটের সভাপতি শীতল দাস, সাধারণ সম্পাদক নারায়ণ দাস এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।


































