ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 118

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রায়পুরা বাজার এলাকায় জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঞা ইতুর উদ্যোগে এ আয়োজন হয়। এতে বিএনপি, যুবদল, অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ ভূঞা ইতু, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ সময় ইফতেখার আহমেদ ভূঞা ইতু বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। পূর্ববর্তী স্বৈরশাসনের সময় তাকে মানসিক, শারীরিক ও রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে। মিথ্যা মামলায় কারাবন্দি রেখে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল, যার ফলে তিনি আজ গুরুতর অসুস্থ।

তিনি আরও বলেন, দেশ-বিদেশের কোটি মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট ০৭:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রায়পুরা বাজার এলাকায় জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঞা ইতুর উদ্যোগে এ আয়োজন হয়। এতে বিএনপি, যুবদল, অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ ভূঞা ইতু, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ সময় ইফতেখার আহমেদ ভূঞা ইতু বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। পূর্ববর্তী স্বৈরশাসনের সময় তাকে মানসিক, শারীরিক ও রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে। মিথ্যা মামলায় কারাবন্দি রেখে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল, যার ফলে তিনি আজ গুরুতর অসুস্থ।

তিনি আরও বলেন, দেশ-বিদেশের কোটি মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।